চারদিকে বাড়ছে রোগী
মশার ডেঙ্গু রোগে,
নিত্যদিন আক্রান্ত হয়
রোগীর সংখ্যা যোগে।
ডেঙ্গু হলে মাথায় ব্যথা
ব্যথা পুরো শরীরে,
চামড়ায় লালচে ফুসকুড়ি
দূর্বল লাগে জ্বরে।
ডেঙ্গু হলে খেতে হবে
প্রচুর তরল পানি,
প্যারাসিটামল খাওয়া যাবে
জ্বর কমবে জানি।
ডাবের পানি, লেবুর শরবত
স্যালাইন পান করো,
তরল খাবার খেতে হবে
জুস খেতে পারো।
হাসপাতালে ভর্তি হবে
জ্বর বাড়লে বেশ,
বিশ্রাম নাও ডেঙ্গু হলে
কমবে জ্বরের রেশ।
বাসা বাড়ি পরিষ্কার রাখো
এডিস মশা তাড়াও,
মশার লার্ভা পরিষ্কার করো
পরিচ্ছন্নতা বাড়াও।