ছুটলো বক,ছুটলো সারস,
মাছ দেখেছে বিলে,
কে ধরবে সবার আগে
ছো মেরেছে জলে।

ফড়িং দেখে নদী থেকে,
বিলে এলো মাছে,
বক-সারস ঠাঁই দাঁড়িয়ে
শাপলা ফুলের পিছে।

সুযোগ বুঝে ফাঁদ পাতে
বক শিকারী জেলে,
বক-সারস পরলো ধরা
মাছ পালালো খালে।