আমার মুখের বুলি
বাংলা ভাষায় গুলি
কেড়ে নিবে কারা?
প্রস্তুত লক্ষ বীরেরা।
কৃষ্ণচূড়ার ফাগুনে
রাজপথের আগুনে,
জনতা,শিক্ষক,ছাত্র
সাহসে তাদের নেত্র।
আমার কাব্যের ভাষা
হরেক বৈচিত্র্যে ঠাসা
এই ভাষাতেই ঠোঁটে
কবিতার ফুল ফোটে।
রক্ত ঝরলো মিছিলে,
ছাত্র জনতার পাঁচিলে
ফাগুনের ঐ প্রভাতে
রক্তে মাখা রাজপথে।
শহীদ ভাষার জন্য,
বাংলার মাটিতে ধন্য।
ফুলের মালার বরণে
তাদের রাখি স্মরণে,
কবিতার প্রতি চরণে।
[২১ পঙতির ছড়া]