খাঁচার ভিতর রক্তাক্ত হৃদয়
ধরণীর সাগরে শুশুক উদয়
শ্রাবণ ধারায় নোনা জল,
ছাতকের রূপে রহস্যের দল।
পাথুরে হৃদয় মস্তো বড় বাঁধ
একলা নাবিকের জীর্ণ কাঁধ,
উত্তাল ঢেউয়ের মরীচিকা সব
রঙিন স্বপ্নের ঝর্ণা ধারায় ভব।
হারিয়ে গেছে খাঁচার পাখি
রেখে গেল পালক,
অপরূপ রূপ যেন পৃথিবীর আঁখি
শূন্য খাঁচা হাতে বালক।