হালুম মামা সেদিন গেলেন
বনের বাইরে ঘুরতে,
রং বেরঙ্গের প্রজাপতির
রঙ্গিন ডানায় চড়তে।
পাখিরা সব গোল বাধাঁলো
হালুম মামার ঘাড়ে,
হালুম মামার রাগ বাড়লো
ছটলো তেড়েমেড়ে।
কেউ বসে বাঘের ঘাড়ে
কেউ বসে লেজে,
পাখির এমন অপমানে
হালুম মুখটা গুজে।
পাখিরা সব বুঝলো তবে
রাগ করেছে বাঘ,
তাইতো সবে ক্ষমা চাইলো
রাঘ কমালো বাঘ।
বন্ধু হলো বাঘ পাখিরা
বন্ধু হলো ফড়িং,
বাঘের মতো বন্ধু পেয়ে
নাচে তিড়িংবিড়িং।