ঘাসফুল
কেউ মাড়িয়ে যায়,
সবুজ গালিচায়
দুমড়ে মুচড়ে বিবর্ণ,
সাদা স্বপ্ন চূর্ণ
কতো ভুল!

তবু ফোটে,
ছোট ছোট ছন্দে,
জীবনানন্দে।
মেঠো পথের ধারে
ডাকে আমারে।
সুবাস ছুটে।