রহমতের বাহনে এলো
পবিত্র রমজান
গভীর রাতে ইবাদাতে
নাজাতের সন্ধান।
সালাত সাওম যাকাতে
মুমিনের সওগাত
খোদার ডাকে সাড়া দিতে
কাটবে প্রতি রাত।
নাজিল হলো রমজানে
পবিত্র কোরআন
আমল করে জীবন গড়ি
কোরানের আহ্বান।
গরিব দুখীর পাওনা হক
আদায় করি যাকাত
মুমিনেরা পাবে উপহারে
খুশির ইদের প্রাত।