ত্যাগের নিয়তে খোদার বায়াতে
দাও পশু কোরবান,
ঈদের মহিমায় ত্যাগের উসিলায়
মজবুত করো ইমান।
সদা প্রস্তুত জান আসুক তুফান
তবুও চলো সত্যে,
ক্বলবের পচনে নফসের রেচনে
সুস্থ আজহা’র পথ্যে।
খোদার রাস্তায় ত্যাগের ব্যবস্থায়
কোরবানির শিক্ষা,
দূর করো গ্লানি দাও কোরবানি
নাও ত্যাগের দীক্ষা।