ভুল হতে শিক্ষা নিবো
নতুন করে শুরু,
পুরানোকে শুধরে নিয়ে
হবো এবার গুরু।
ভুলের বেড়ি মুক্ত হবে
যদি থাকি শপথে
আত্মাকে রাখি সংযত
পথ থাকবে সুপথে।
শক্তি হবে পুরানো স্মৃতি
নতুন পথের দিশা
মালিক তিনি ভরসায়
সত্য পথের আশা।
অতীত ঝেড়ে বর্তমানে
দিতে হবে পাড়ি,
সৎ সাহস পুঁজি আমার
জীবন পথে গাড়ি।
লক্ষ্য থাকুক সৎপথে
শুধরে সব ভুল,
নতুন দিনের আলোয়
ফুটুক ভোরে ফুল।