হাঁক নেই,ডাক নেই নিঝুম এই মাঠ,
ঝোপঝাড়ে চেয়ে গেছে,ঝিঁ ঝিঁ'র হাট।
লাল কালো পিঁপড়া আর মশার উৎপাত,
বুনো ফুল পাতাকে কাটা দেয় উৎখাত।
মেঘে ঢাকা আকাশটা নেমে আসে নিচে,
ঝোপঝাড় নিশ্চুপ,কারা ডাকে পিছে।
স্রোত বাড়ে নদীতে জল বাড়ে ঝড়ে,
হাওয়াতে দোল খায় ছোট পাখি লড়ে।
কে যেন দাঁড়িয়ে মাঠের ওই শেষে,
লেজ ঝোলা বট গাছ ডাকে তার পাশে।
রূপকথার মাঠ যেন ঘোর লাগা রেশে,
নিরবতা ভেঙে যায় আমি উঠি হেসে।