যেখানে সেখানে ফেলছে
কফ থুথু ফিক
ফেলছে কারা? জানাই
তাদের শত ধিক।

পচাভাত,পলিথিন,বোতল
প্লাস্টিক,বাসি খাবার
দোষ‌ নয় একের
দোষ‌ কিন্তু সবার।

আছে সব ডাস্টবিন
সব গলি মোড়ে
ময়লা সব বাইরে
মশা মাছিই ঘোরে।

বিকট গন্ধে ফুটপাতে
হাঁটা চলা দায়
পাশ দিয়ে কত
স্কুল পড়ুয়া যায়।

কারখানার ময়লা বর্জ্য
মিশে নদীর পানিতে
সাহেবরা সব অন্ধ
বসে আছেন গদিতে।

সবুজ শ্যামল বাংলার
এই কি ভূষণ?
দেখছে না কেউ
হচ্ছে শুধু পরিবেশ দূষণ।




[লিখা:২০১৯]