[চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ঈদের ছড়া]
মুয়াজ্জিনে এলান গরের
ঈদর জামাত হালিয়ে,
ছাদর ওউর চাঁদ দেহা যার
রোজা শেষ আজিয়ে।
ইফতারর পর মিছিল চলের
মুয়াজ্জিনর ডাকে,
ঈদ মুবারক জানাই জানাই
শুভেচ্ছা দের বেকে।
বাজি ফুডার পুয়া ছা
গজল চলের ঈদর
চান রাইতোর এই মজা
জানায় খুশির হবর।