ইদ আসে চাঁদ আকাশে
হাসে খুকুর মন
পড়বে নামাজ ইদগাহে
কাটে না যে ক্ষণ।
নতুন জামায় খুশবু মেখে
কাটবে তার ইদ,
পথের ধারে শত শিশুর
চোখে নাই নীদ।
নাই আহার ফলের বাহার
ইদে নতুন জামা,
পেটের ক্ষুধায় কাটে দিন
দুঃখের পদ্যনামা।
তাদের মুখে হাসি ফোটাও
বিলিয়ে দাও খুশি
ঈদের উৎসব পূরণ হবে
হাসবে ইদের শশী।