প্রাচীন কঙ্কালের স্তুপে ভর্তি
বুনো শিয়ালদের রোজ ফুর্তি
মাটির দেহ মাটির ভিতর
খুলির হাড় আজ শক্ত পাথর।
মাটির উপর হরেক রকম
অহংকার বড়াই খুন জখম
নিথর দেহ প্রাণহীন কঙ্কাল
খুলবে না চোখ হলেও সকাল।
কতো আড়ম্বর বিলাসী জীবন
নিরেট সত্য সবার মরণ
নেই ফাঁকি নেই কোনো ঘুষ
মরণের আগে জাগাও হুঁশ।