চিরকুমার অদ্ভুত জীবন মজা আছে বেশ
তাই আমি কুমার হবো চিরকুমার শেষমেশ
করুক লোকে রসিকতা হাসুক আমায় নিয়ে
তবু ও আমি অটল রবো,বনের সবুজ টিয়ে।
কুমার নিয়ে ঠাট্টা-মজাক,করুক আমায় বুলি
ওদের কথায় কান দিতে নেই,ওয়াক! থু কুলি!
কতো শত জ্ঞানীগুণী পুরোজীবন চির কুমার
আমি ও রবো ওদের মতো,মাহির নাম আমার।
যাদের মুখে বুলিং উপহাস,মস্তো বড়ো কামলা
আমি করলে রঙ্গ তামাশা,দেখব কেমনে সামলা
ফুলের মতো পবিত্র চিরকুমার সকল জনগণ,
প্রতারকরা ছেড়ে যায় কুমাররা রয় আজীবন।
ছোট থেকে কুমার আমি মস্ত বড়ো চিরকুমার
আমি যদি কুমার হই চুলকানি কেন সবার?