ছোট্ট খোকা
বোকাসোকা
কতো শতো বায়না

রাখবে রোজা
কথা সোজা
কান্না থামানো যায়না।

ভোর সকালে
না জাগালে
রাগ করে মুখ বোজা

ডাকতে হবে
রাখবে তবে
রমজানের ঐ রোজা।