[১]
তরুর ঝালরে ঝুলে বাবুই পাখির নীড়
ঝড়ে দুলছে খড়ের শিল্প,দুলছে জীবন
ডানার তলে ছোট্ট বাবুই,ছায়া সুনিবিড়।

[২]
ঘন কালো মেঘে,স্রোতারূপ বেগে,
ছোট্ট ডিঙি ভাসে,বজ্রনাদ আকাশে
ঝড় এলো বেগে,চলবে না আবেগে।

[৩]
পৃথিবীর জলে ভেজা শাপলা ঝিলে
কে আসে তরীতে শাপলা ফুল নিতে?
ফুলের মালায় নোঙর ফেলবো জলে।

[৪]
মস্তিষ্ক তেলে ভেজে গরম তেজে খাই,
গরম আগুনে গলে মগজ পুড়ে ছাই
এই মগজের সুরুয়া জলে তিক্ততা নাই।

[৫]
ঘোর কালো আঁধার কেটে আসবে ভোর
রবির কিরণে হাসবে ভুবন,আসবে সুদিন
বুকে রেখে সাহস খুলবো সত্যের দোর।


[শিজো:তিন পঙ্কতির কোরিয়ান কবিতা।]