নতুন কুঁড়ি ছোট্ট শিশু
দুরন্ত আর চঞ্চল,
ছুটছে তারা দিকবিদিক
হাসি খুশি প্রাঞ্জল।
ঘন বরষার মেঠো পথে
ছুটছে দলে দলে,
দুরন্তপনা মিশে আছে
ঐ বরষার জলে।
গ্রীষ্ম শেষে বরষা এলো
শিশু কিশোর হাসে,
বরষা দিনে খাল-পুকুরে
জল তরঙ্গে ভাসে।
টুপুর টাপুর বৃষ্টি এলে
খুশি তাদের মন,
বৃষ্টি ভেজা শৈশব কাটুক,
কাটুক আনন্দক্ষণ।