ফুলের হাসি শিশুর খুশি
আলো ছড়ায় কাননে
শিশুরা সব ফুলের কুঁড়ি
আগামীর দিন বুননে।
নতুন আশা নতুন স্বপন
নতুন দিনের শপথে
শিশুর বিকাশ ঘটবে তবে
থাকে যদি সুপথে।
নতুন কুঁড়ি ফুটবে ভোরে
ফুল ফুটুক অন্তরে
শিশুরা সব এগিয়ে যাবে
সঠিক শিক্ষার মন্তরে।