বীর সেনানী যোদ্ধা তারা
দীপ্তি ভরা বুকে,
এগিয়ে আসে রক্ত দিতে
হাসি মাখা মুখে।
জীবন মরণ সন্ধিক্ষণে
রোগীর রক্ত লাগে,
স্বেচ্ছায় তাদের রক্ত দান
মানবতা জাগে।
তাদের তরে শ্রদ্ধা সালাম
বীর যোদ্ধা সবে,
বেঁচে থাকুক হৃদয় মাঝে
ছোট্ট এই ভবে।
[১৪ জুন বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে]