বৃষ্টি নামছে ধরার বুকে
চাঁদখানা মেঘের আড়ালে
তুমি আছো খুব সুখে
ছুঁতে পারি হাত বাড়ালে

বিষণ্ণ উদাস বন ভূমি
শান্ত নদী আজ অশান্ত
ঠিক যেন মানুষের মন
মাঠি গিলে তবে ক্ষান্ত

অনিশ্চিত চাহনি উদাস মন
পথিকের ঘোর অন্ধকার পথ
পৃথিবীর বুকে সন্ধ্যা নেমেছে
কবিদের কবিতায় বহু মত

টুপ করে বৃষ্টি ফোটা
ভাবনায় ফেলছে রেখা
প্রকৃতির মুগ্ধময় রূপ
ঠিক যেন শিল্পীর আঁকা

চাঁদের রূপ মেঘে ডাকা
ঘোর অন্ধকার চারদিক
বিশ্বাস যেন বাতাসের ন্যায়
কবির প্রতি শতো ধিক‌।