শরত এলো নদীর বুকে,
হাসে সাদা শাপলা,
তুলো মেঘে সাদা ভেলায়
উড়ে পাখি একলা।
শরত এমন শান্ত রূপের
শান্ত ধবল আকাশ,
পুলক জাগায় মনের পালে
নদীর শান্ত বাতাস।
শরত এলো বরষা শেষে
নদীর কাশফুলে,
শিউলি ফুলের মালা গেঁথে
ভোরে শিশির জলে।
শরত আসুক হেসে খেলে
সাজুক ফুলে ধরা,
নদীর হাওয়া লাগুক বুকে
কোমলতায় ভরা।