প্রজাপতি উড়ে বেড়ায়
বেলি ফুলের কোলে
বৃষ্টি শেষে সন্ধ্যা নামে
সরু থোকায় দোলে।

সাদা রঙে পাপড়ি যেন
সুবাস ছড়ায় মনে
মালায় ভরা পদ্য দিবো
নীল মেঘের সনে।

সন্ধ্যাকাশে তারা হাসে
ফোটে বেলি ফুল
সাদা রঙে রাঙিয়ে দাও
শুধরে নাও ভুল।