ব‌ই কাঁধে স্কুলে
পড়তে যাবে খোকা
পড়বে দল বেঁধে
পড়বে না সে একা।

ব‌ইয়ে ছড়া গল্প
পড়বে খোকা খুকু
নানা রকম ছড়া
রবীন্দ্র,জসিম,দুখু।

স্বপ্ন তার বিশাল
ভালো মানুষ হ‌ওয়া
সত্য পথে চলবে
পূরণ হোক চাওয়া।