কৃষ্ণচূড়ার ডালে দেখি এক যুগল শালিক পাখি
কি মুক্ত অবাধ স্বাধীনতায় ডানা ঝাপটায় ফুড়ুৎফুড়্;
সবুজ-চিরল পাতার ফাঁকে নিমিখ-পানে তাকিয়ে থাকি
তৃপ্ত উদাস হওয়ার দোলা মনের ভিতর জমিয়ে রাখি।
দৃষ্টি হঠাৎ ঘনিয়ে এলো ঊর্ধ্ব হতে নিম্নতলে
দেখি আরেক শালিক তার শিকল বেঁধেছে পায়;
আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছে খড়কুটোর এক শিকলে
না পারে সে উড়তে-কো শুধু লাফিয়ে হচ্ছে সায়।
দমতে তাকে দেখিনি তবু সে দমবার পাত্র নয়
আছে দীর্ঘ চঞ্চু অমন বর্শার অভাব হয়?
অনবরত খুঁচিয়ে যাচ্ছে করতে শিকল ক্ষয়
বারংবারের চেষ্টাতে তার শিকল হলো লয়।
স্বাধীন মনের স্বাধীন পাখি আবার হলো স্বাধীন
স্বাধীন-বীজের চেতনা যার সে কভু কি হয় পরাধীন?