হতাশার কূপের কৃষ্ণসলিলে
ডুবে আছে চেতনার পাপড়ি
মন মোর ঝরেছে ঐ পল্লবের মতন
ধূ-ধূ যেদিকে তাকাই আচ্ছন্ন, নিশীথের রাত্রি।
ঠাঁই কি কোথাও আছে?
পাব কি কোনো নড়ি—
আঁকড়াইয়া ধরিবার তরে,
আছে কি দড়ি তুলিবারে উপরি?
আর কি পাব হে তায়?
মন তার বাগানের গদিতে বসতে না’রে
পায়ের তলা হতে মাটি সরে যায়
অবিরল, গোধূলির দিগন্ত 'পারে।
[২২.০৮.২৪]