চারিদিকে হাজার আয়োজন
টানাটানি নিয়ে এ মন।
কোন্খানে খুঁজিয়া ফিরি আপনারে
তব মন তার থাকে না তসরে।
কোন্ পথে চলে যায় অকিঞ্চিত
বাধার বালাই সে মানে না হিত।
বিক্ষিপ্ত চেতনায় ফল জোটে শূন্য
মনঃযোগের শোণিত-মনি করে কেউ চুরি
রেখে দিয়ে যায় আসক্ত, দৈন্য
এরকম চারিদিকে মেলে ভুঁড়ি ভুঁড়ি।
বুঝাই তাহারে বুঝে, তবু থাকে না স্থির
এই তো বেদনা তব, সন্ধানীতে নীড়।
[০৭/০৯/২০২৪]