মধ্যরাতের ঘণ্টা কি বেজে গেল?
আমার কাব্যের খসড়াটি বুকে নিয়ে?
হ্যাঁ তাইতো! কাঁটার হৃৎস্পন্দন শুনতে পাচ্ছি
কানে আসছে টিকটিক টিকটিক।
তবে কি আজ বিদায় নেবে তোমরা–
শব্দকুণ্ডলীর কচিকাঁচারা?
ঘুমিয়ে পড়বে নিঝুম রাতের স্নিগ্ধ চুমোয়?
বেশ! যাও তবে, আজকের মতো জানাই বিদায়।
কাব্যখসড়াটির বুক চিড়ে
আবার যখন উঠবে সূর্যের কুসুমিত আভা,
তখন আবার চলে এসো দলেবলে
আমার মনের বাগানে।
খেলা করো আমার ভেতরে,
তরঙ্গধ্বনি তুলো আমার চেতনায়।
আর উছলে পরো কলমের–
সরু ঝরনাটি দিয়ে কাগজের সরোবরে।
[অগাষ্ট ২০২৪]