৭১, হে বিষাদময় ৭১
তুমি কি আবার ফিরে এসেছ?
আমার ভাইয়েদের রক্ত পান করতে?
আবার কি চলে এসেছ কালরাত্রি হয়ে?
হে ৭১, তুমি আবার খই ফোটাবে
রাইফেল আর মেশিনগান নিয়ে?
আবার ঘাতক কাঁটায় বিদ্ধ করবে
বাংলার বুকের ছাতি?
আবার কি তবে দুঃখিনী মায়ের
পরিচ্ছদে ঢেলে দেবে অবিনাশী–
সন্তানদের লাল রক্ত?
আবারো তুমি এজন্যে এসেছ?
তোমাকে তো স্বচক্ষে দেখিনি, হে ৭১
কিন্তু তোমার পুনর্জন্ম দেখলাম।
তোমার পুনরাবির্ভাব দেখলাম
এই দুঃখিনী মায়ের অঞ্চলদেশে।
সেবার যখন তুমি এসেছিলে
তোমার সাথে এসেছিল একপাল
শয়তানের দল, পাতালপুরীর নরক থেকে
একঝাঁক অভিশাপ আর দিগন্ত-চেতনা নিয়ে।
কিন্তু এবার তুমি এলে
আপন মায়ের গর্ভ হতে উদগত
রক্তপিপাসু একদল দুর্বৃত্তের হাতে
যাদের চেতনা ভরে আছে ঐ শয়তানগুলোর বীজে।
হে ৭১, তুমি যখন এসেছিলে
শুধু বিষাদ আর হাহাকার নিয়ে আসনি,
এনেছিলে একরাশ আশা ও স্বাধীনতার
সুধামৃৎ পাত্র হাতে নিয়ে।
লক্ষ লক্ষ ছেলেমেয়েকে হারিয়ে
দুঃখিনী মা ফিরে পেয়েছিল তার সম্ভ্রম।
তাই এবারও যখন তুমি এলে
চারিদিকে বিদীর্ণ বক্ষের হাহাকার নিয়ে,
তখন তোমাকে সেই বিজয়ের অমৃতপাত্রও
সাথে করে নিয়ে আসতে হবে,
আসতেই হবে।।
(০১.০৮.২০২৪)
***[কবিতাটি উৎসর্গ করছি বৈষম্যবিরোধী গণঅভ্যুত্থানে শহীদ ছাত্র-ছাত্রী ভাই/বোনদের প্রতি]