নিসর্গ হৃদয়ে চোখ মেলে দেখি
তোমার নিভৃতে চলাচল কল্পনার তীরে।
ঝিরিঝিরি বরিষনের কোন এক,
লগ্ন বয়ে যাওয়া সন্ধ্যার শীতল বাতাসে।
তোমার দু'চোখের গাঢ় কাজলে
রাত যেন আরো বেশি কালো হয়েছে!
একটি ঝর্ণা ধারা শুকিয়ে যায়,
আকাঙ্ক্ষার জ্বলন্ত লাভার স্পর্শে।
সহসা মাঝরাতের ঝোড়ো হাওয়ায়
আমার পানে তোমার নিঃশব্দে আগমন!
জানালার বাইরে গাঢ় অন্ধকারে,
ছলনারা করে যেন সহাস্যে বিচরণ।