খোলা চোখ তবুও দৃষ্টিহীন
শুদ্ধ চেতনা হচ্ছে বিলীন,
শুনিনা কানে আশার বাণী
হচ্ছে বিবেকের মানহানি।
তুমি-আমি আঁধার রাতে
এঁকে চলেছি দেহের কাব্য,
সকাল হতেই পুড়ছে নগর
ছাই এসে পড়ে রিক্ত হাতে।
হেঁটে যাই নিয়ে পথের ধুলো
সঙ্গী কেবল নিজের ছায়া,
কেউ কারো মুখ চিনছে না
ম্লান হলো কেবল স্বপ্নগুলো।