শুকনো পাতারা ঝরে পড়ে আমার বিছানায়
রাত নামে গহীন অরণ্যে, দেহের ভেতরে।
শীতল চারিপাশ উষ্ণতার ছোঁয়ায় গল্প শোনায়,
ভেঙে পড়ে মানুষের দেয়াল কংক্রীটের চাদরে।
আমি শুনি নিঃশব্দ শিশিরের কান্না অমাবস্যায়
কঠিন পথ পেরিয়ে ভোর হলেও তবু ঘুম ভাঙেনি।
একে একে পলেস্তারা খসে পড়ে পৃথিবীর প্রাচীরে,
ক্রমান্বয়ে আমরা নতুন হবো একে অন্যের সম্মুখে।