যেন এখনো শুনছি সেই কোলাহল, সেই বাণী!
চলমান জীবনের ধ্বনিতে মুখরিত রাজপ্রাসাদ।
বিশাল সাম্রাজ্যের পরাক্রমশালী সম্রাট ও সম্রাজ্ঞী,
দক্ষতা ও শৌর্যবীর্যে পরিচালনা করছেন সাম্রাজ্য।
সুদৃঢ় কেল্লার চূড়া যেন বিকশিত হয়ে জানান দিচ্ছে
অফুরন্ত ঐশ্বর্য্য মন্ডিত এই প্রাচ্যের সমৃদ্ধ সভ্যতা!
পুরো দেশবাসী মেধা-মননে, দক্ষতা ও সততায়
সুনিপুণ হাতে দিন-রাত গড়ে চলছেন প্রিয় স্বদেশ।
সুউচ্চ দুর্গ; ভয়ঙ্কর সৌন্দর্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে,
শক্তিশালী ঘোড়া ও দক্ষ সেনাবাহিনী সঙ্গী করে।
কর্ণকুহরে বাজে অন্তরে প্রশান্তিদায়ক মর্মর ধ্বনি
কোন মহাকবির কালজয়ী কাব্যে মোহিত করা সুর!
রাজকন্যার ভুবন ভোলানো সৌন্দর্যের লীলাভূমিতে
সাত সমুদ্র, তেরো নদী পার হয়ে তলোয়ার হাতে
ঘোড়ায় চড়া সুদর্শন রাজপুত্রের বীরবেশে আগমন!
কালের বিবর্তনে হারিয়ে গেছে রাজ সাম্রাজ্যের চিহ্ন।
তবুও ঐ লাল কেল্লা যেন সগর্বে উড়িয়ে চলেছে
আধুনিক সভ্যতা গোড়াপত্তনের বিজয় নিশান!