দেহের গভীরে প্রাণের স্পন্দন যদিও দৃষ্টিতে নিথর
নিশীথ রাতের চেনা সুঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়েছে!
এদিক-ওদিক তাকাতে নিমিষেই হাওয়ায় মিলিয়ে যায়।
উষ্ণতার ছোঁয়ায় দেহের হৃদকম্পন হাতের মুঠোয়,
এখন শুধু অমাবস্যায় গহীন অরণ্যে এক টুকরো;
জোনাকির আলোর মতো বাতাসে ভেসে বেড়ায়।
পথের ছড়ানো-ছিটানো পাথরের উপর বসে দেখি,
আমাদের গল্প সৃষ্টি হয় পুনরায় ধ্বংসের আশায়।
অথচ আমি হেঁটে চলেছি ম্লান আলোয় ভর করে,
কিছু স্মৃতি আঁকড়ে থাকা চলমান জীবনের ভাঁজে।
হয়তো ভোর হলেই পরিচিত ডাকে ঘুম ভাঙবে,
ক্রমশ বাড়তে থাকা উত্তাপের বিস্মৃত এক পৃথিবীতে।