আঁধারে বিলীন ধুসর চোখ
ওপারে ভাসে মলিন মুখ,
আমরা এখন ব্যস্ত
নীল আলোর শহরে।
কেন এতো প্রশ্ন?
ওই জোছনার ছায়ায়।
তুমি-আমি বসে আছি
একে-অন্যের দিকে তাকিয়ে
কিছু উত্তরের আশায়।
তবে বৃষ্টি হোক
তোমার সারা দেহ জুড়ে,
ভিজবো না আমি শেষ রাতে
দেখবো না এ পোড়া চোখে।
অচেনা পথের বাঁকে
দাঁড়িয়ে থাকা আমি,
জানিনা কার জন্য
তাকিয়ে থাকা তুমি।