কিছুক্ষণ আগে জ্বলেছিল আগুন
পুড়ে গেছে বিস্তৃত জনপদ সগৌরবে,
কালো ছাই উড়ে-উড়ে মেঘের সাথে মিশেছে।
রাতের আঁধার পরাজিত অমানিশার চোখে!
এতো জল কেন প্লাবিত করেনা দেহের পরিসীমা?

জাগরণে কিংবা প্রয়াণে তোমার মানবিক সৌন্দর্য
নিয়ে গেছে আমায় নিদ্রামগ্ন ঐ দূর অস্তাচলে।
নিহত দেহে তবুও আমি আবার উঠে দাঁড়াই
তোমার প্রেমের নিষ্পাপ আঘাতে,
আমার প্রশ্নবিদ্ধ চেতনার মৃত্যু হবে বলে।