আমি হয়েছি খুন,
হয়েছি বন্য!
শীতের ভোরে কাঁপছি
শীতলতার জন্য?
তবে জানতে চাও
কিসের জন্য?
শুধু ওই লাল রঙের
লিপস্টিকের জন্য!
বিরহী মনে
ঢেউ তুলে শুধু
ওই মুখের টানে
একটু সামনে
ডাকলে দাঁড়িয়ে
আমার নাম ধরে ।
মাতাল চাহনিতে
কেন করলে খুন?
ওই দৃষ্টি দিয়ে!
তাই আমি আজ বন্য!
দিগ্বিদিক জ্ঞানশূন্য!
কারণটি শুধু,
তোমার ঠোঁটের
লিপস্টিকের জন্য!

(এটি একটি আধুনিক পপ সঙ্গীত স্টাইলে রচিত কাব্য)