এ তো নয় দৃষ্টিতে
মনের অনাসৃষ্টিতে
এ যে ভ্রম!

নিছক দিবা স্বপ্নের হাতছানিতে
প্রলোভনের দুয়ার খুলে
আমায় কেন ডাকে?