আমার ভেতর প্লাবিত করেছে নীল ঘন মেঘ
বাতাসে দুলছে দৃষ্টিভ্রম করা সৌন্দর্যের ঘাতক।
চোখের দৃষ্টি অস্বচ্ছ করেছে ওই দেহের বনভূমি
সঙ্গে দিয়েছে ঝিরিঝিরি শ্বেত পাথরের খুনী বৃষ্টি।
দু'চোখের সম্মোহিত দৃষ্টি ক্রমশ আহবান করে
ওষ্ঠের সীমানা পেরিয়ে যেন জলপ্রপাতে মিশেছে।
আসতে চাইছো ছবির ফ্রেম ভেদ করে ধীরে-ধীরে
চুলগুলো এলোমেলো উড়ছে কালো মেঘে মিশে।
তবে কেন এত বাঁধা, আসতে চেয়েও কেন এলেনা?
ঝড়ো হাওয়া সঙ্গে নিয়ে মাতাল বাসনায় এলোমেলো।
ভাবনার সীমান্তে ঘুম ভাঙা প্রহরে, ওই চোখের ইশারায়
আমি ডুবে যাই, আমি ভিজে যাই, আমি মরে যাই।