পরতন্ত্র সুখ খুঁজে বেড়ায় এ মন
আসলেই কি তাতে সুখী হওয়া যায়?
নিজভূমে আবদ্ধ হয়ে দিবা-নিশি,
শুধু বেঁচে থাকার রসদ যোগায়।
মনে মনে হিসেব মেলাতে যাই
লুট হয়ে যাওয়া কিছু অনুভূতির,
নিথর পড়ে আছে সেইফ কাস্টডিতে
কেউ এসে দাবী করেনি মালিকানার।
আমি যেন এক চাক্ষুস রাজস্বাক্ষী
বিরামহীন চলছে দিনলিপির আখ্যান।
সার্বভৌম হৃদয়ের জটিল রাষ্ট্রতন্ত্রে,
অপেক্ষারত আছে ইচ্ছের বাস্তবায়ন।