অজস্র জনতার ভিড়ে হারিয়ে
সহসা গাঢ় নীল বর্ণের অবয়বে।
দৃষ্টির সম্মুখে তাকালো এক মুখ!
বহুবছর ব্যাপী হারানো এক সুখ।
কেন এগিয়ে এলেনা?
কেন এগিয়ে গেলাম না?
একসময় বলা লাগেনি
এ হাত কখনও ছাড়োনি,
সময় যদিও থেমে থাকেনি!
অদৃশ্য এক দেয়ালে বন্দী আমরা
ভাঙতে পারিনি তবুও ইচ্ছায় সেটা।
কি চোখে তুমি তাকালে জানিনা
একরাশ ভুলে অথবা কিছু হতাশা ।
প্রশ্ন থেকে যায় ওই দু'চোখের কাজলে
ঠোঁটের হাসিতে পুরনো মায়ায় জড়িয়ে।