উত্তপ্ত পিচঢালা রাজপথের তীব্র আর্দ্রতা নিয়ে
ঘোলাটে আকাশের সকালে বজ্রবৃষ্টির আশঙ্কা।
লঘুচাপ সৃষ্টি করা হৃদয়ের গোপন জলোচ্ছ্বাস,
প্লাবিত করেছে দেহের উপকূল অসংজ্ঞায়িত কল্পনায়।
ঘুম তখনো কাটেনি চোখে এ শহরের নির্ঘুম প্রহরে।
দৃষ্টির সম্মুখে অনাকাঙ্ক্ষিত দৃশ্যমান এক প্রাণ!
তীক্ষ্ণ দৃষ্টি তার ভেদ করেছে দুই প্রান্তের সরলরেখা।
কোমরে দুটি হাত তীর্যকভাবে রেখে দাঁড়িয়ে থাকা,
চশমাটি আড়াল করেনি তার আত্মবিশ্বাসী দ্যূতি!
ক্ষণকালের জন্য নিবদ্ধ সে চাহনি এড়ায়নি এ দু'চোখ।
কিছু প্রশ্ন রেখে যায় নির্জন ভাবনার সংশয়ের আঁধারে,
সঙ্গে অবাধ্য আকর্ষণের অন্তরালে পড়ন্ত এ বিকেলে।
সেখানে দাঁড়িয়ে সে কি ভাবছিল ও কাকে দেখছিল?