নরপিশাচ!
কোথায়? কোথায়!
বন্ধ চোখ মেলে তাকাও।
এইযে এখানে ! দূরে নয়, খুব কাছেই!
গলিত মাংসের গন্ধ!
আহ, কি অমৃত স্বাদ!
এ যে বিবেক পোঁড়া মাংস!
স্বাদ যে হতেই হবে।
সতেজ নিঃশ্বাসের প্রাণ ধ্বংস করে,
চকচকে অর্থের বান্ডিল কুক্ষিগত করাই
তোমার জীবনের মূলমন্ত্র।
হয়তো ভাবো তুমি,
পরজন্মেও ওরা তোমার সঙ্গী হবে!
সততা, সে আবার কি!
মিথ্যা, চৌর্যবৃত্তি, স্বার্থপরতা,
অসততা, বেঈমানি, অমানবিকতা,
নাম না জানা দুর্গন্ধযুক্ত বিশেষণগুলোই
যে তোমার কুটিল মস্তিষ্কের মুকুট!
মনে করো কি তুমিই,
প্রবল পরাক্রমশালী ও চিরঞ্জীব!
তবে কি তোমার অগণিত পাপের
এ পৃথিবীতে প্রায়শ্চিত্ত হবেনা!