বুকের ভিতরে ফুট ছিলা, একদম বুকের মধ্যখানে,
এইখানে কেউ মরে,কেউ জন্মে।
তুমি ফুটতাছিলা, আমি মরতাছিলাম,
তুমি ফুইটা আছো আমি মইরা গেছি।