তোমার স্মরণে এজন,
শিখাও হে পরম, জীবনধরম।
আমি যে হারায়ে ধারা,
তোমাতে খুঁজি, কিনারা আপন।
জানি গো আমি জানি জানাতে আমাকে,
জানি তো তুমি আছো মানাতে আমাকে।
জানি গো তুমি আমার হৃদয়ে নিরবে,
জানি তো তুমি রবে হারাবে ভরাবে।
জানি তো তুমি জানো এ পথের পতন,
পথিক আমি যাই।
ও........ও.......ও.......
শ্রান্ত এই মন
তা খুঁজে কিছু আজও জানি বারে বারে।
খুঁজে খুঁজে মরে
মরে মরে খুঁজে কি জানি কিসের তরে।
মনের সেই ক্ষণ,
যার আশে ভাসে এ-মন আমার সেই ধরাতে।
মরণের ক্ষণ,
যার ত্রাসে আমার জীবন মরে দিবারাতে।
জীবন-মরণ হে আদি কারণ,
মোর এক হয়ে চলে সে পথে গো যেন।
যে পথে নাই বাধা-বাঁধন-বেদন,
যে পথে আছে তোমার করুণা মহান।
জানি গো তুমি জগত কর্ম কারণ,
দাস আমি হয়ে রই।
ও........ও.......ও.......
মন আমার, বিষাদ ক্ষণের,
সাক্ষী সাধারন, তোমারও দানের।
আজীবন, তোমার পথে,
রাখ হে পিতঃ, তোমার সাথে।
জীবন-মন দিতে-পুরিতে হে প্রিয়,
জনম কেড়ে নিও মরন-ধরাতে।
আমাতে আমি বাঁচি, থাকি গো তোমাতে,
মরন যেন বিতে, তোমার ভূমিতে।
মরন যেন বিতে, তোমার সে ভূমিতে।
মরন যেন বিতে, তোমার সে ভূমিতে।
মরন যেন বিতে, তোমার সে ভূমিতে।
মরন যেন বিতে, তোমার সে ভূমিতে।
ও......ও.......ও.......