একদিন প্রেম-মনে, কহেছিনু গো আপনে-
"জীবনে যতই সুখ, ভরে যাক মোর বুক;
যতই মরণ দুখে, দুচোখ ভরে আসুক;
আমি যেন কোনোদিন, না হাসি বা না কাঁদি,
হাসলেও কাঁদলেও তোমারই মধ্যে সাঁধি!"
একদিন প্রেম-মনে, কহেছিনু গো আপনে
"শরীরে যতই থাক, শক্তি আর উত্তাপ;
যতই নিরস দেহ- ভেঙে যাক, পড়ে থাক;
আমি যেন কোনোদিন, না ভাসি বা না ডুবি,
ভাসলেও ডুবলেও তোমাকেও সাথে বাঁধি!"
"আবেগের ভেলা চড়ে, তোমাকে গো সাথে করে,
পৌঁছাব একদিন সাগর পারের তীরে-"
কেন হেন দুঃসাহস, করেছিল গো মানস?
নিরলস কাম ভয়ে পলাতক সে অলস!
দেহমন অবিরণ, ভেসে আজ খোঁজে বন।
আহত আমার সাথী, নিহত আমার মন ।।
না মরার মরিয়ায়, ভয়ে হাত ছুটে যায়;
অবশেষে রাত শেষে, মন দুটি মরে যায়।
সাজানো মায়ার ভেলা, ভাঙ্গা আজ এই বেলা;
অকুল সাগর তীরে, দুই দেহ দিল ধরা।
কেউবা হাসলো দেখে, কেউবা কাঁদলো ভেবে-
"পাগল প্রেমের দিয়া, সাগর জলেই নেভে..."
দুই ফোটা আমরাও দিয়ে চোখ বুজলাম;
কিনারে তো সবই আজ, প্রেম নাই বুঝলাম।।