এখন দেহটাকে আমার বোঝা মনে হয়,
মনটাকে লাগে ভয় ...
ব্যাথাগুলো আমার মৃত্যু খুঁজে,
জীবনটা চায় লয় ...
এখন ইচ্ছেগুলো স্বেচ্ছায় নয়,
অজান্তে দেয় উঁকি ...
স্বপ্নগুলোর ঘুম ভেঙেছে,
চারিদিকে শূন্য দেখি ...
এখন অন্ধকারই আমার বেশি ভাল লাগে,
একা হতে চাই খুব...
ভাবনাগুলো স্বাধীন হতে চায়,
আর ভাষাগুলো নিশ্চুপ।
এখন স্থির হলে আমি বেশি সুখ পাই,
আর বেশি সুখী হলে, দুখে পরে যাই...
এখন সহসাই আমি ভেঙ্গে ফেলি মন,
সহজেই আমি নিজেকে বিলাই...
এ আমি, আমার বর্তমান।
হে তুমি, যদি থাকো, শব্দ ভরা খামে পাঠালাম অভিমান ।।