ভুবন কুড়িয়ে পাওয়া কিছু বেজান বুলি,
তাতে হৃদয় করুণা ঢালি;
তোমার তরে, অশ্রু গাঁথা আমার গীতাঞ্জলি।
বলি পথ চললেই পূর্ণ হব,
সৎ ভুললেও ভয় নাই ভাই,
ব্যথার ধরায় স্বপ্ন আকাশ পরবেই ভেঙে,
প্রকাশিত হবে তা-ই; যা আছে।
তবু বাঁধবো না আমি আপনার কাছে,
আবার উড়ান দিবে তার খোঁজে,
ছাড়িয়ে ভুবন হারাবে এ মন,
আবার পরবে বেদনা মাঝে,
শিখবে নতুন কিছু।
ব্যথার হৃদয় প্রদীপ নিয়ে,
আমি মুক্তির পথ পিছু।