নারে নারে না....
বন্ধ ঘরে নয়
তোমার ঠিকানা-
খোলা আকাশে,
মুক্ত বাতাসে।

মনের দেশে নয়
তোমার ঠিকানা-
বহির্বাসে,
প্রাণের পাশে।

কেন আজীবন বিষন্নে মন,
কেন প্রতিক্ষণ ভোগে রে মন। (২)

খুঁজে মরে কি জানি কেন কি কারণে
মরণ সম বেদন ভোগে মন অকারণে।

আমি ভুলতে চাই, আমি চলতে চাই,
আমি মরণ ঘরের দ্বার খুলতে চাই।  
আমি দেখতে চাই আমি শিখতে চাই,
আমি জীবন জয়ের গান গাইতে চাই।
গান গাইতে চাই।
আমি গাইতে চাই।
আমি বাঁচতে চাই।
আমিও বাঁচতে চাই।