চলো আজ, শব্দ দিয়ে শব্দজালের বাঁধন ছিড়ে ফেলি।
চলো আজ, হৃদয় দিয়ে হৃদয়ের ভাষা আমরা বলে ফেলি।
চলো আজ, মানা মানি ছেড়ে, স্বচক্ষে দেখি নিগূঢ় সত্যতা।
চলো আজ, "কাল" ভুলে যাই, আবার দেখি সেটা।
চলো আজ খুঁজি, জানার মানে, অজানা কাকে বলে!
চলো আজ বুঝি, জানব কেন, না জানলেও তো চলে!
চলো আজ মানি, জানার জন্য, মানার জন্য নয়।
চলো আজ আনি, শাশ্বত বাণী, শেখাতে বিশ্বময়।
চলো আজ নামি, অজ্ঞাত ধামে, নতুন শিক্ষা পেতে।
চলো আজ থামি, এই ধরাতেই, নতুন শিক্ষা হতে।